
বিশেষ প্রতিনিধি:
নীলফামারী ডোমার উপজেলার বিভিন্ন নদ-নদী খাল-বিল ও চাষাবাদের জমি থেকে অবৈধভাবে উত্তোলন হচ্ছে বালু, মাটি, এ যেন দেখার কেউ নেই। ঠিক সেখানে ডোমারের চিত্র ভিন্ন উপজেলা প্রশাসনের নীরবতায় বলে দেয় ডোমারে বালু, মাটি উত্তোলনের মহা উৎসব। তবে এ বিষয়ে
ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুজ্জামান সর্বসময় সজাগ এবং যতটুকু পারেন তিনি তেনার পক্ষ থেকে প্রতিবাদ এবং প্রতিরোধ করে যাচ্ছেন। তবে এ বিষয় নিয়ে ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আজকে সকালে অভিযোগ পেয়েছি সোনারায় ইউনিয়নের, আপনারা জানিয়েছেন বিষয়টি দেখতেছি। কিন্তু আজ দীর্ঘদিন থেকে এভাবেই বালু, মাটি উত্তোলন হচ্ছে ডোমার উপজেলার বিভিন্ন স্থানে এবং বিক্রি হচ্ছে গাড়ি প্রতি ১৫০০, ১৬০০ টাকা করে বিভিন্ন জায়গায়।এ যেন ধুম পড়ে গেছে বালু, মাটি, উত্তোলনে ডোমার উপজেলায়। এলাকার সচেতন মহল বলতেছেন যেভাবে বালু,মাটি, উত্তোলন করা হচ্ছে চাষাবাদের জমিগুলো ঠিক যেমন নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে এলাকার রাস্তাঘাট গুলো। এবং ধুলোয় ভরে গেছে এলাকা গুলো যেখান থেকে উত্তোলন হচ্ছে বালু, এবং গ্রামবাসী লোক অনেকেই বলেন যে তাদেরকে কোন ধরনের বাধা এবং কোন কিছু বলতে গেলেই তাদের টোপের মুখে শুনতে হচ্ছে বিভিন্ন হুমকি, ধামকি।
আমরা কোথায় যাব কোথায় গিয়ে আমাদের এ কথাগুলো জানাবো কেউ আমাদের কথা শোনে না এভাবেই আপত্তি মিনতি করে বলতেছেন গ্রামবাসী লোকজন।