লা লিগার চলতি মৌসুমে শিরোপা দৌড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ ভিন্ন ফলাফল অর্জন করেছে, যা লিগ টেবিলের সমীকরণে বড় প্রভাব ফেলেছে।
বার্সেলোনা ২ : ২ রিয়াল বেটিস
রিয়াল বেটিসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা দুইবার লিড নিয়েও জয় বঞ্চিত হয়েছে। ম্যাচের ৩৯তম মিনিটে রবার্ট লেভান্ডফস্কি গোল করে বার্সাকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে জিওভান্নি লো সেলসো সমতা ফেরান।
এরপর ফেররান তোরেসের গোলে বার্সা আবারও লিড নেয়। কিন্তু ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে আসসানে দিয়াও গোল করে ম্যাচটি ২-২ সমতায় নিয়ে আসেন। ম্যাচে বার্সার কোচ হ্যান্সি ফ্লিক লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে বাধ্য হন।
রিয়াল মাদ্রিদ ৩ : ০ জিরোনা
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ জিরোনার মাঠে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে। ম্যাচের ৩৬তম মিনিটে জুড বেলিংহ্যাম প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে আর্দা গুলার এবং ৬২তম মিনিটে কিলিয়ান এমবাপে গোল করে দলের জয় নিশ্চিত করেন।
লিগ টেবিলের বর্তমান পরিস্থিতি
এই ফলাফলের পর, বার্সেলোনা ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
শিরোপার দৌড়ে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হচ্ছে। লিগের বাকি ম্যাচগুলোতে এই উত্তেজনা অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।