গাইবান্ধা প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি আব্দুল আউয়াল আরজু।
এক বিবৃতিতে তিনি বলেন, "২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবের দিন। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি। তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।"
তিনি আরও বলেন, "বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও বিকাশে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বিএনপি সবসময় ভাষা আন্দোলনের চেতনা লালন করে গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে।"
আব্দুল আউয়াল আরজু গাইবান্ধাবাসীসহ সারাদেশের জনগণকে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।