লক্ষ্মীপুর সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরের রায়পুরে একটি বিদ্যালয়ের শিক্ষককে ফুল সজ্জিত গাড়িতে বিদায় জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষে অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানান তারা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাফিলাতলি সাগরদি পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ শিক্ষক ইছমাঈল হোসেন পাটওয়ারীকে কর্মস্থল থেকে ফুল সজ্জিত গাড়িতে করে বাসায় পৌঁছে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা তৌহিদুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাঈন উদ্দিন।
প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ‘ইছমাইল হোসেন আমার শিক্ষক ছিলেন। চেষ্টা করেছি তাকে যোগ্য সম্মান দিতে। এর জন্য সবাই আমাকে সহযোগিতা করেছেন।
’
শিক্ষক ইছমাঈল হোসেন পাটওয়ারী বলেন, ‘১৯৯০ সালে শিক্ষকতা পেশা শুরু করি। একই বিদ্যালয়ে প্রায় ৩৫ বছর ছিলাম। এ পেশায় শিক্ষার্থীদের পাঠদান করিয়েছি। কর্মজীবন শেষ।
বিদায়বেলায় সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমার জন্য সর্বোচ্চ উপহার ছিল। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ।’