
গাইবান্ধা প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাপরহাটি ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল বাংলা ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাপরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবের দিন। এই দিনে ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি।”
তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা এবং নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা। ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
কনক কুমার গোস্বামী ২১শে ফেব্রুয়ারির চেতনাকে ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।