ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৫ বছর বয়সী শিশুর কে যৌন নিপীড়ন অভিযোগ।

  • জুয়েল রানা
  • Update Time : ০৯:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • 39

বিশেষ প্রতিনিধি (ফুলপুর ময়মনসিংহ )

 

ময়মনসিংহের ফুলপুর উপজেলা ১নং ছনধরা ইউনিয়নের হরিণাদি গ্রাগে ৫ বছর বয়সী মা হারা এতিম মায়মুনা উপর যৌন নিপীড়ন অভিযোগ উঠেছে। ভিকটিম আব্দুল বারেক এর মেয়ে মায়মুনা হরিণাদি প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী।গত দুই বছর আগে মরণব্যাধি ক‍্যান্সারে মার যায় মায়মুনার মা, পাশে বাবা থেকেও নেই।নানির কাছে থেকেই ভুলে যায় মা হারানোর মায়ের কষ্ট।মায়ের অভাব পূরণ করতে মামীকে ডাকতেন মা বলে মামিও দিতেন মায়ের আধর। মা হারা মায়মুনা শিকার হয় যৌন নিপীড়নের। প্রতিপক্ষর ভয়ে মুখ খুলতে নারাজ ভিকটিমের নানি। আইনের আশ্রয় নিতে চাইলেও আসে হুমকি।মায়মুনার নানি বলেন মা হারা ছোট শিশুটি কে গফুর ডিলারের ছেলে সকাল ৮:টার সময় খেলাধুলা করতে যায় মুঞ্জুরুলের দোকানের সামনে তখন খাবারের লোভ দেখিয়ে নিয়ে যায় পর্দার আরালে পরে মায়মুনার হাতে বাঁধে পায়ে বাঁধে টেবিলের উপর শুয়ায়ে পরনের জামা ছিড়ে ফেলে মায়মুনার, মায়মুনা তখন ভয়ে চিৎকার করলে,পাশেই ছিলো মাদ্রাসা তখন চিৎকার শুনে মাদ্রাসার একটি মেয়ে এসে তার হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দেয়। এ বিষয়ে মুঞ্জুরুলের বড়ো ভাইয়ের কাছে বিচার চাইলে নেননি কোনো পদক্ষেপ।পরে ভিকটিমের নানি ও মামা আব্দুল্লা আইনের আশ্রয় নিতে চাইলে থানায় যাওয়ার মানা করে ধর্ষণকারীর ছোট বগ্নিপতি হাবিবুর রহমান, হাবিবুর বিচার করে দিবে বলে আশ্বস্ত করে। আর কোনো বিচার করেননি বলেও অভিযোগ ভিকটিমের নানির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৫ বছর বয়সী শিশুর কে যৌন নিপীড়ন অভিযোগ।

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৫ বছর বয়সী শিশুর কে যৌন নিপীড়ন অভিযোগ।

Update Time : ০৯:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বিশেষ প্রতিনিধি (ফুলপুর ময়মনসিংহ )

 

ময়মনসিংহের ফুলপুর উপজেলা ১নং ছনধরা ইউনিয়নের হরিণাদি গ্রাগে ৫ বছর বয়সী মা হারা এতিম মায়মুনা উপর যৌন নিপীড়ন অভিযোগ উঠেছে। ভিকটিম আব্দুল বারেক এর মেয়ে মায়মুনা হরিণাদি প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী।গত দুই বছর আগে মরণব্যাধি ক‍্যান্সারে মার যায় মায়মুনার মা, পাশে বাবা থেকেও নেই।নানির কাছে থেকেই ভুলে যায় মা হারানোর মায়ের কষ্ট।মায়ের অভাব পূরণ করতে মামীকে ডাকতেন মা বলে মামিও দিতেন মায়ের আধর। মা হারা মায়মুনা শিকার হয় যৌন নিপীড়নের। প্রতিপক্ষর ভয়ে মুখ খুলতে নারাজ ভিকটিমের নানি। আইনের আশ্রয় নিতে চাইলেও আসে হুমকি।মায়মুনার নানি বলেন মা হারা ছোট শিশুটি কে গফুর ডিলারের ছেলে সকাল ৮:টার সময় খেলাধুলা করতে যায় মুঞ্জুরুলের দোকানের সামনে তখন খাবারের লোভ দেখিয়ে নিয়ে যায় পর্দার আরালে পরে মায়মুনার হাতে বাঁধে পায়ে বাঁধে টেবিলের উপর শুয়ায়ে পরনের জামা ছিড়ে ফেলে মায়মুনার, মায়মুনা তখন ভয়ে চিৎকার করলে,পাশেই ছিলো মাদ্রাসা তখন চিৎকার শুনে মাদ্রাসার একটি মেয়ে এসে তার হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দেয়। এ বিষয়ে মুঞ্জুরুলের বড়ো ভাইয়ের কাছে বিচার চাইলে নেননি কোনো পদক্ষেপ।পরে ভিকটিমের নানি ও মামা আব্দুল্লা আইনের আশ্রয় নিতে চাইলে থানায় যাওয়ার মানা করে ধর্ষণকারীর ছোট বগ্নিপতি হাবিবুর রহমান, হাবিবুর বিচার করে দিবে বলে আশ্বস্ত করে। আর কোনো বিচার করেননি বলেও অভিযোগ ভিকটিমের নানির।