ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

১২ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 24

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে নিহত বাংলাদেশির লাশ ১২ দিন পর ফেরত দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের শূন্যরেখায় লাশ হস্তান্তর হয় বলে জানিয়েছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান।

নিহত মো. বারিকুল ইসলাম (৩৫) দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। গত ৬ ফেব্রুয়ারি তিনি ফতেপুরে সীমান্তে গমক্ষেতে কাজ করছিলেন।

ওই সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে লাশ নিয়ে যান।

লাশ হস্তান্তরের সময় বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান আলী। তিনি বলেন, ‘হস্তান্তরের সময় নিহত বারিকুলের বাবা-মা, এক ভাই ও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএসএফ-বিজিবি ও দুই দেশের পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

লাশটি ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। আইনি প্রক্রিয়া শেষে তা ফেরত দেওয়া হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে বলেও জানান এসআই হাসান আলী।

পরিবারের বরাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাইদুর রহমান বলেন, ‘বারিকুল গমক্ষেতে বিএসএফের হাতে ধরা পড়েন।

পরে বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।’

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, ‘কিভাবে কার হাতে বারিকুল নিহত হয়েছে সে তথ্য আমাদের কাছে নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভিতরে তার লাশ পাওয়া যায়।’

এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছিল বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৫ বছর বয়সী শিশুর কে যৌন নিপীড়ন অভিযোগ।

১২ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

Update Time : ০১:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে নিহত বাংলাদেশির লাশ ১২ দিন পর ফেরত দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের শূন্যরেখায় লাশ হস্তান্তর হয় বলে জানিয়েছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান।

নিহত মো. বারিকুল ইসলাম (৩৫) দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। গত ৬ ফেব্রুয়ারি তিনি ফতেপুরে সীমান্তে গমক্ষেতে কাজ করছিলেন।

ওই সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে লাশ নিয়ে যান।

লাশ হস্তান্তরের সময় বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান আলী। তিনি বলেন, ‘হস্তান্তরের সময় নিহত বারিকুলের বাবা-মা, এক ভাই ও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএসএফ-বিজিবি ও দুই দেশের পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

লাশটি ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। আইনি প্রক্রিয়া শেষে তা ফেরত দেওয়া হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে বলেও জানান এসআই হাসান আলী।

পরিবারের বরাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাইদুর রহমান বলেন, ‘বারিকুল গমক্ষেতে বিএসএফের হাতে ধরা পড়েন।

পরে বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।’

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, ‘কিভাবে কার হাতে বারিকুল নিহত হয়েছে সে তথ্য আমাদের কাছে নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভিতরে তার লাশ পাওয়া যায়।’

এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছিল বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।