
বিশেষ প্রতিনিধিঃ
গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং, সকাল ১১:৩০ মিনিটে, মালামালটি হারিয়ে যাওয়ার পরপরই কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ – মোঃ আতাউর রহমানের দিকনির্দেশনায় এবং হারাগাছ থানার অফিসার ইনচার্জ – মোঃ মমিনুল ইসলাম সোহেলের সহযোগিতায়, উদ্ধার অভিযান শুরু হয়।
আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানার দক্ষ অফিসার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান গত ১৮ ফেব্রুয়ারি রাত ১১টায়, হারাগাছ থানা এলাকা থেকে মালামালটি উদ্ধার করেন। পরে তা মালিকের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় হারাগাছ থানা এলাকার বাসিন্দা মোঃ আব্দুল কুদ্দুসকে অভিযুক্ত করা হয়েছে। তবে তিনি এখনও পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ।