
স্টাফ রিপোর্টার:
বহিরাগত সন্ত্রাসী ও অছাত্রদের দ্বারা শিক্ষক লাঞ্ছনা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গাইবান্ধা সরকারি কলেজে আজ সকাল ১১টায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত উপেক্ষা করেও শিক্ষক-শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমন্বিত শিক্ষক ও সর্ব-সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে কলেজ প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন,
“একজন শিক্ষক জাতি গঠনের কারিগর। তাদের লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”শিক্ষক লাঞ্ছনার পাশাপাশি শিক্ষার্থীরাও যে সন্ত্রাসীদের দ্বারা ছিনতাইয়ের শিকার হন এবং নানান ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়, তাও মানববন্ধনে তুলে ধরা হয়। বক্তারা অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা জানান, শিক্ষক লাঞ্ছনার মতো ঘটনা পুনরাবৃত্তি হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।