
নীলফামারী প্রতিনিধি:
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের স্বাধীনতার অর্জনের এক শুভ সূচনা। এরই পথ ধরে অর্জিত হয়েছে স্বাধীনতা, সৃষ্টি হয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র “বাংলাদেশ”। আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার। বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে বাংলা ভাষা, রূপ নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। জলঢাকা উপজেলা গন অধিকার পরিষদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই সেই সকল শহীদদের যাদের আত্মত্যাগের ফসল আজ আমরা ভোগ করছি। একই সাথে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এবং সকলের কাছে দোয়া চান জলঢাকা গন অধিকার পরিষদ সহ সকল অঙ্গ সংগঠন সমূহ। জলঢাকা উপজেলার সদ যোগ্য ও আদর্শবান রাজপথ থেকে উঠে আসা গণ সৈনিক,( জনাব আব্দুল মতিন স্বাধীন) বলেন বাংলাদেশ গন অধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা ভেবে দলটির কার্যক্রম এগিয়ে যাচ্ছে দিন, দিন আমাদের দল কোন সময় টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধান্দাবাজি, এবং লুটতরাজ সহ যাবতীয় অনৈতিক কাজ থেকে আমরা মুক্ত জলঢাকা গণ অধিকার পরিষদ।
আল্লাহ্ আমাদের সহায় হোক।
(মোঃ আব্দুল মতিন স্বাধীন )
সাধারণ সম্পাদক
গন অধিকার পরিষদ
জলঢাকা উপজেলা শাখা।